হাওজা নিউজ এজেন্সি: হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহীম খলীল রাজাভী ব বলেন, “দুঃখজনকভাবে কিছু ইসলামি দেশ কেবল বিবৃতিতে সীমাবদ্ধ থেকেছে, যখন কুফরি ও ঔদ্ধত্যপূর্ণ বিশ্ব শক্তিগুলো প্রকাশ্যে ইসরায়েলকে সমর্থন করছে এবং প্রতিটি ময়দানে তাকে সহযোগিতা করছে। যুক্তরাষ্ট্র একের পর এক হুমকি দিয়ে যুদ্ধকে আরও ঘনীভূত করছে।”
তিনি আফসোস প্রকাশ করে বলেন, “যাদের দায়িত্ব ছিল উম্মাহকে ঐক্যবদ্ধ করা, কিছু আলেম সেই দায়িত্ব ভুলে গিয়ে বিভেদের ফতোয়া দিয়ে জালিমদের হাত শক্তিশালী করছেন—সচেতনভাবে হোক কিংবা অজ্ঞতাবশত।”
বিবৃতিতে তিনি আরও বলেন, “আমি এই সন্ধিক্ষণে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করছি। ইরান আজ ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়ার কারণে কঠিন মূল্য দিচ্ছে—তাদের এই অবস্থান গোটা মুসলিম উম্মাহর জন্য গর্ব ও অনুপ্রেরণার উৎস।”
তিনি আরও বলেন, “আমি ইসরায়েল ও আমেরিকার বর্বর আগ্রাসনের তীব্র নিন্দা জানাই এবং আমেরিকার পক্ষ থেকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার (রাহবারে মোয়াজ্জাম) বিরুদ্ধে প্রদত্ত হুমকির কঠোর প্রতিবাদ করছি।”
সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “বাংলাদেশের উচিত জালিম ও আগ্রাসীর বিরুদ্ধে স্পষ্ট অবস্থান গ্রহণ করা এবং মজলুমদের পক্ষ অবলম্বন করে আন্তর্জাতিক অঙ্গনে ন্যায়ের পক্ষে দৃঢ় বার্তা দেওয়া।”
বিবৃতির শেষাংশে সৈয়দ ইব্রাহীম খলীল রাজাভী মুসলিম বিশ্বকে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার এবং সত্য ও ন্যায়ের পক্ষে নির্ভীকভাবে অবস্থান নেওয়ার আহ্বান জানান।
আপনার কমেন্ট